প্রত্যেক বাঙালি মেয়েই জীবনের কোনো না কোনো পর্যায়ে বিয়ের জন্য মনের গভীরে একটি ‘ডিফল্ট’ পছন্দ রেখে দেয়। হতে পারে সে কোনো দূরসম্পর্কের আত্মীয়, পারিবারিক বন্ধুর ছেলে, কিংবা কোনো কাজিন। তারা কখনোই এ ব্যাপারটা তাদের বয়ফ্রেন্ডদের ঘুনাক্ষরেও বুঝতে দেয় না। অত্যন্ত কৌশলে এই বিষয়টি তারা হৃদয়ের অন্তঃস্থলে চেপে রাখে। যদি সে আপনার সঙ্গে রিলেশানে সফল না হয়, তবে তারা সেই ডিফল্ট পছন্দের ছেলেটিকেই বিয়ে করার সিদ্ধান্ত নেবে।
-লেখক
সঠিকভাবে নারী মনস্তত্ত্ব না বোঝার কারণে প্রেমের খেলায় বেশিরভাগ ছেলেই এভাবে পিছিয়ে পড়ে। তাই ছেলে হিসেবে, জীবনের নারী অধ্যায়ের নিয়ন্ত্রণ এমনভাবে হাতের মুঠোয় নিয়ে আসুন যাতে কখনো নিজেকে অসহায় পরিস্থিতিতে দেখতে না হয়।
কিছু পাঠক মন্তব্য
–
বইটা যদি স্কুলবয়সে পেতাম, সেঞ্চুরি করে ফেলতাম। নতুনদের জন্যে হিংসা হচ্ছে।
-কবির আনোয়ার
—
বইটি পেয়েছি এবং অনেক টা পড়েছি এখন লেখক কে পুরুষ্কৃত করতে মনে চাচ্ছে। প্রতিটি লাইন অসাধারণ এবং সামঞ্জস্যপূর্ণ। লেখকের দীর্ঘায়ু কামনা করছি এবং সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য দোয়া করেছি।
-নূর আলম
—
বইটি পড়ার আগে একটিও গার্লফ্রেন্ড ছিল না আমার। এখন পার্মানেন্ট ১টি, আর অপশন হাতে আছে ৩টি। আসলেই বইটি আমার জন্যে ছিল জীবন পরিবর্তনকারী এক বিনিয়োগ। লেখক কে ধন্যবাদ।
-কৌশিক হোসেন
—
ছেলেদের যে আসলে পুরুষালি মানসিকতা গড়ে তোলা উচিত, এটা আমাদের সমাজ শেখানোর ধারেকাছেও নেই। তাই এই বইটি একটি বিপ্লবী বই। লেখকের নতুন বইয়ের অপেক্ষায় রইলাম।
-সিয়াম আহমেদ
—
প্রত্যেকটি ব্যক্তির জীবনে সেক্স ও সুস্থ সম্পর্ক যে খুবই গুরুত্বপূর্ণ তা সমাজের নেতিবাচক মগজধোলাইয়ের কারণ কেওই মুখফুটে বলতে চায় না। সবচেয়ে ঘনবসতির দেশে সবাই যদি এখনো সেক্সের আকাঙ্খা গোপন রাখতে বলে, তাহলে বলতে হবে এটা হিপোক্রেসি। হতাশ তরুণ সমাজকে অস্বাস্থ্যকর আসক্তি থেকে বিরত রাখতে এই সময়ে এরকম একটা বিপ্লবি চিন্তাধারার বইয়ের খুবই দরকার ছিল।
-রবিন পান্ডে
—
—
—
লেখক পরিচিতি
ফায়েয আল সিফাত, সিডাকশন প্যারাডাইস বইয়ের রহস্যময় লেখকের ছদ্মনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর, তিনি তার উদ্যমী চেতনায় প্রবর্তিত হয়ে একজন উদ্যোক্তা হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। তার সৃজনশীল কৌশল নানান শিল্পক্ষেত্রে নতুন প্রাণের সঞ্চার করেছে।
সিফাত প্লেস্টেশন (PLAYSTAXION) নামের এক বিপ্লবী স্টার্টআপের প্রতিষ্ঠাতা, যা বাংলাদেশে একটি এন্ড্রোয়েড অ্যাপের মাধ্যমে গেমারদের জন্য নিরাপদ ও নিরিবিলি পরিবেশে গেমিং এর জন্যে অভিনব সুযোগ সৃষ্টি করেছে। এই প্লাটফর্ম অনেক তরুণকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছে। ফ্যাশন ও পারফিউম শিল্পেও তার সৃজনশীল পদচারণা বিস্ময়কর এবং অভিনব।
একজন লেখক হিসেবে, সিফাত সমাজের নানা প্রান্তিক বিষয় ও অনালোচিত সমস্যাগুলি নিয়ে গভীর এবং সাহসিকতার সাথে লেখালেখি করে যাচ্ছেন, যা সমাজের ভাবনা ও অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করেছে। তার লেখনী নিত্য নতুন উদ্ভাবনের পথ দেখানোর পাশাপাশি সমাজের গভীর অন্তর্নিহিত চিন্তা ও প্রবণতাগুলিকে পুনঃমূল্যায়ন করে।